রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঋন পরিশোধে ভালো খেলাপিরা ৭ শতাংশ সরল সুদের সুবিধা পাবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঋণ পরিশোধে ভালো খেলাপিদের সুযোগ দেবে সরকার। মে মাস থেকেই ৭ শতাংশ সরল সুদের সুবিধা কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার বিকেলে শেরে বাংলা নগরে সব ব্যাংকের নির্বাহী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এই সুবিধা নিতে মূল ঋণের ২ শতাংশ এককালীন পরিশোধ করতে হবে বলে জানান অর্থমন্ত্রী। সুদসহ বাকি অর্থ পরিশোধ করা যাবে ১২ বছরে। ছোট বড় সব ধরনের ঋণের ক্ষেত্রে শুধুমাত্র ভালো ঋণ গ্রহীতাদের জন্যই এই সুবিধা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, চক্রবৃদ্ধি হারে সুদের হিসাবের কারণে গ্রাহকের অনেক সমস্যা হচ্ছে। ব্যাংক ঋণে তিন মাস, চার মাস বা ছয় মাসে সুদের হিসাব করা হয়। নতুন নিয়ম কার্যকর হলে, সুদের ওপর আবার সুদ বসানো যাবে না বলেও জানান মন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি