শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোববারের ভোট যুদ্ধের প্রধান হেভিওয়েট চিত্রনায়ক দেব


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রোববার ভারতের লোকসভায় ষষ্ঠ দফার ভোটে একঝাঁক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূ লের সুব্রত মুখোপাধ্যায়, মানস ভুঁইয়া, শিশির অধিকারী, শ্যামল সাঁতরা, অভিনেতা দেব রয়েছেন, তেমনই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এছাড়াও রয়েছেন কংগ্রেসের লক্ষ্মণ শেঠ। পাঁচ জেলার আটটি লোকসভা আসনের নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা। নির্বাচনের শেষলগ্নে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একে অপরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণে ভোটের আকর্ষণ এবার আকাশ ছুঁয়েছে। বর্তমান

তৃণমূলের দীপক অধিকারী তথা অভিনেতা দেব-এর সৌজন্যে গতবারই ঘাটাল ছিল নজরকাড়া। এবারও তিনি প্রার্থী। তবে মুকুটে পালকের সংযোজন ঘটেছে বিজেপির ভারতী ঘোষের সৌজন্যে। প্রাক্তন এই আইপিএস চাকরি ছাড়লেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি।

তৃণমূলের লোকজনকে কুকুরের মতো রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিয়ে তিনি ভোটের বাজার গরম করেছেন। আর দেব ততোধিক বিনয়ের সঙ্গে প্রতি সভায় আশীর্বাদ চেয়েছেন। এই কেন্দ্রের রায়ে প্রমাণ হবে ভোটারদের পছন্দ বিনয় না দাপট ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি