বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবার ঈদে চাই শার্টের সঙ্গে টি-শার্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : ঈদের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ফ্যাশন হাউসগুলো শোরুমগুলোয় ঈদের পোশাক সাজিয়েছে। বরাবরের মতো এ বছরও একেক ফ্যাশন হাউস একেক মোটিফ ও থিম নিয়ে কাজ করেছে। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, এবার ঈদে খুব আহামরি কিছু পরিবর্তন আসছে এমন নয় আবার একেবারেই কিছু আসেনি, সেটি ভাবাও ঠিক নয়।

ছেলেদের ঈদের সাজ মানে পাঞ্জাবির সঙ্গে নতুন শার্ট, টি-শার্ট আর পোলো শার্ট। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সুজন

রাজধানীর বিভিন্ন শপিংমল আর দোকানগুলো ঘুরে দেখলেই বোঝা যায়, ছেলেদের ফ্যাশনেও যোগ হয়েছে নতুন ট্রেন্ড। এক কথায়, সমকালীন মেনজ ফ্যাশনে ট্রেন্ডি কাটছাঁট আর পরিমিত অলঙ্করণ। তবে সামনে ঈদ। ফরমাল বা ক্যাজুয়াল শার্ট তো সারাবছরই পরা হয়। ঈদের সময়টা একটু ভিন্ন কিছু না থাকলেই নয়।

আসলে ঈদে উঠতি বয়সের ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি-পায়জামার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখনকার উঠতি বয়সী ছেলেদের পছন্দ শার্ট ও টি-শার্টও। মধ্যবয়সী ও প্রবীণরাও বাদ যান না হালফ্যাশনের এ পোশাকটি থেকে। শার্ট ও টি-শার্টের বাজারে হরহামেশাই আসে নতুনত্ব। এই যেমন বর্তমানে টি-শার্ট দখল করে আছে গ্রাফিক ডিজাইন অর্থাৎ বুকের ওপর নানা ছবি আঁকা টি-শার্ট। প্রতিবছরই এতে নতুন লাগে। এবারও এর ব্যতিক্রম নয়।

এ ছাড়া ক্যাজুয়ালের মধ্যে থাকছে স্প্যানডক্সের ট্রাউজার্স আর ফরমালের মধ্যে গ্লোসি কাপড়ের শার্ট ও ফ্ল্যাট ফ্রন্ট ট্রাউজার্স। ঢাকার কেরানীগঞ্জে দেশের বৃহত্তর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকার এসেছেন ঈদ উপলক্ষে তাদের পছন্দের পোশাক কিনতে। পাইকাররা তাদের পছন্দের পোশাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে দেখছেন, কেউ বা পছন্দমতো পোশাক কিনছেন।

কথা হয় মুসলিম কালেকশন এক্সক্লুসিভের প্রধান ডিজাইনার মো. মুসলিম ঢালীর সঙ্গে। জানতে চাই এবার ঈদে ট্রেন্ড কী? এসব পোশাকে কোন রঙগুলোই বা চলছে? তিনি বলেন, মূলত তরুণদের জন্য এবারের ঈদ সামনে রেখে ক্যাজুয়াল শার্টে আনা হয়েছে ভিন্নতা। কার্টি, কাপড়, রঙ ও সেলাইয়ে রয়েছে নতুনত্ব। ব্যবহার করা হয়েছে কমবাইন সুতা। কলারের রয়েছে হ্যান্ড নিডেলের কাজ। কার্ফ ও শার্টের প্লেট, বাটনের সাইজ ও কালারে আনা হয়েছে পরিবর্তন।

তবে এই ঈদে বডি ফিটিং ক্যাজুয়াল শার্টই বেশি গুরত্ব দেওয়া হয়েছে। চেক বা স্ট্রাইপের পাশাপাশি এবার প্রিন্টের শার্টের চল বেড়েছে। আবহাওয়ার কারণে কিছুটা হালকা রঙই প্রাধান্য দেওয়া হয়েছে পোশাকগুলোয়। ঢাকায় শাহবাগের আজিজ সুপারমার্কেট গড়ে উঠেছে মূলত টি-শার্ট আর শার্টের দোকান কেন্দ্র করে। সেখানে গিয়ে দেখা গেল, টি-শার্ট ও শার্টের দোকানগুলোয় ভিড় জমিয়েছে তরুণরা। ‘ইজি ফ্যাশন’ শোরুমের ম্যানেজার বললেন, এই সপ্তাহ থেকে মোটামুটি ঈদ কেনাকাটা ভালোই জমে উঠেছে।

মার্কেট ঘুরে দেখা যায়, গোল গলার টি-শার্ট আর কলারসহ পোলো শার্ট, দুটিই দোকানগুলোর ঈদ সংগ্রহে জায়গা পেয়েছে। টি-শার্ট আর শার্টের নকশা ও কাটের নতুনত্ব চোখে পড়ে। রঙ বাংলাদেশের প্রধান ডিজাইনার মো. ফয়সাল বলেন, ঈদ উপলক্ষে প্রিন্টেড শার্টের বুটিকের কাজ করা হাফ হাতা ক্যাজুয়াল শার্ট বেশি চলেছে। ফুল হাতা শার্টের কার্ফ কলার, ব্যান্ড, সামনের বোতামে আনা হয়েছে বৈচিত্র্য। আর ঈদ যে গরমের মধ্যে, এ জন্য পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। আর রঙ বাংলাদেশর টি-শার্ট মূলত সারাবছরই বেশ চাহিদা রয়েছে।

১৫ পৃষ্ঠার পর এবারের ঈদ সামনে রেখে বিভিন্ন কালারের টি-শার্ট এনেছে রঙ বাংলাদেশ। লাইট বিস্কুট, লাইট ডিপ কালার, মেরুন, গ্রে, মেজন্টা, গ্রিন, স্কাই ও অফহোয়াইট কলার এবং সামনে বোতাম বসানো টি-শার্ট দেখা যায়। গোল গলায় সামনের দিকে ইঞ্চি দেড়েক কাটা, এমন আরেকটি নকশাও পাওয়া যাচ্ছে। আজিজ মার্কেটে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিছুল হক সজিবের সঙ্গে। তিনি বললেন, ঈদের পর পরই ঢাকার বাইরে বেশকিছু জায়গায় বেড়াতে যাচ্ছি। তাই পাঞ্জাবি না কিনে কয়েকটি টি-শার্ট, সুতি কাপড়ের প্রিন্টেডে শার্ট কেনা হয়েছে। এমনিতেও টি-শার্ট ও শার্ট তো সারাবছরই লাগে।

বসুন্ধরা সিটির দেশীদশে কেনাকাটা করতে এসেছেন কামরাঙ্গীচরের মাহমুদা আন্না।

তিনি বলেন, প্রতিবছরই ফ্যাশন হাউসগুলো ঘোষণা দেয় নতুন ডিজাইনের পোশাকের। তবে ঘুরেফিরে একই ধাঁচের। শুধু লালের জায়গায় নীল আর নীলের জায়গায় লাল দেয়, পার্থক্য এই আর কী! আবার তারা বলে বেড়ান দেশীয় সংস্কৃতির কথা। কিছু ভারতীয় পোশাকের নমুনা বা পশ্চিমা ঢঙের নমুনাও পোশাকে মেলে। তবে এসবের মধ্যে ভালো একটা দিক হলো অনেক ফ্যাশন হাউসই পরিবারের সবার জন্য এবং কাপলদের জন্য একই রঙ ও নকশার পোশাক করে থাকে। এটা ভালো লাগে। এ ছাড়া অল্প হলেও অনেক হাউসই নতুন কিছু করার চেষ্টা করে। সেটিও ভালো লাগে।

দরদাম : টি-শার্ট পাওয়া যাবে গোল গলা হলে ২৮০ থেকে ৭০০, পোলো টি-শার্ট ৩৫০ থেকে ১ হাজার, ক্যাজুয়াল শার্ট ৬৫০ থেকে ৩ হাজার ও ফরমাল শার্ট ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

যেখানে পাবেন : আর্টিস্টি, ব্যাং, ইনফিনিটি, ক্যাটস আই, জেন্টল পার্ক, মেনজ ক্লাব, ওটু, ফ্রিল্যান্ড, ইয়েলো, টেক্সমার্ট, ইজি, রিচম্যান, লা রিভ, দেশীদশ, আড়ং, মুসলিম কালেকশন, বুম, নিত্যউপহার, যোগী, টেক্স পয়েন্ট মার্ট, যাত্রাসহ বিভিন্ন শোরুমে। এ ছাড়া রাজধানীর যে কোনো শপিংমলে গেলেই কিনতে পারবেন শার্ট, টি-শার্ট, পোলো শার্টসহ আপনার পছন্দের পোশাক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি