মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কিমের সাথে আবার দেখা করতে চান : ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

জি-২০ সম্মেলনে যোগ দিতে এই মুহূর্তে জাপানে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর অনেক বড় বড় নেতারাই ট্রাম্পের সাথে একবার দেখা করতে মরিয়া। তবে খোদ ট্রাম্প চান তাঁর সাথে একবার দেখা হোক উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের।

বিশ্বব্যাপী আলোচিত এই দুই নেতার মাঝে কোন বন্ধুত্ব নেই এটা প্রায় সবাই জানে। কিন্তু তারপরও ট্রাম্প কিমের সাথেই কেন দেখা করতে চান এটা এখনো স্পষ্ট জানা যায়নি।

আজ শনিবার ট্রাম্প তাঁর অফিসিয়াল টুইটারে টুইট করে কিমের সাথে একবার দেখা করার মনোবাসনা প্রকাশ করেন ও বলেন তাকে শুধু একবার হ্যালো বলতে চাই।

টুইটে ট্রাম্প বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি ও অন্য অনেক মিটিং শেষ করে আমি জাপান ছেড়ে দক্ষিণ কোরিয়া যাব। আমি চাই দক্ষিণ- উত্তর কোরিয়া সীমান্তে কিমের সাথে একবার দেখা করে তাঁর সাথে একবার হ্যান্ডশেক করি এবং শুধু বলি চাই হ্যালো কিম।‘

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জি২০ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জাপানের ওসাকায় এসে পৌঁছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি