সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অপকর্ম করে পার পেলেন না ডিআইজি মিজান, জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ,


অপকর্ম করে পার পেলেন না ডিআইজি মিজান, জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ,


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সোয়া ১১টার দিকে আদালত এ আদেশ দেন। এর আগে সকাল ১০টার দিকে আদালতে হাজির করা হয়।

অপকর্ম করে পার পেলেন না পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। দুদকের মামলায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আদালত। সোমবার (১ জুলাই) বিকেলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে জামিন না দিয়ে পুলিশে দেন। এখন তাকে রাখা হয়েছে শাহবাগ থানায়। ২৪ ঘণ্টার মধ্যে ডিআইজি মিজানকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট।

আলোচিত সমালোচিত ডিআইজি মিজান। দুদকের মামলা ও এর আগে নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়ার পর সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো তার গ্রেপ্তার ইস্যু। এর মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে শনিবার (২৯ মে) আদালতে জামিন আবেদন করেন ডিআইজি মিজান।

সেখানেও ছলচাতুরি করে হাইকোর্টের দুটি বেঞ্চে আবেদন করেন তিনি। সোমবার (১ জুলাই) একটি বেঞ্চে জামিন আবেদন শুনানির তালিকায় ছিলো।

আদালতের কার্যক্রম শুরুর পর থেকে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও হাজির হননি বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তা।

দিনের শুরুতে হাইকোর্টে এলেও বিকাল তিনটার পর এজলাসে আসেন তিনি।

মিজানের পক্ষের আইনজীবী জানান, এ মামলার শুনানি করবেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনুদ্দীন। তবে, কিছুক্ষণ পর আমিনুদ্দিন শুনানি করতে অপারগতা জানান।

শুনানিতে জামিন চাওয়া হলে হাইকোর্ট বলেন, টিভি সাক্ষাৎকারে ঐদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে পুলিশের ইমেজ পুরোপুরি ক্ষুণ্ন করেছেন মিজান।

আদালত বলেন, ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছেন। আমরা তাকে পুলিশের হাতে দিয়ে দিচ্ছি।

পরে হাইকোর্ট তার লিখিত আদেশে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবারো ডিআইজি মিজানকে ঢাকার আদালতে হাজির করার নির্দেশ দেন।

আদেশের পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আগাম জামিন নিতে হলে হাইকোর্টে আত্মসমর্পণ করতে হয়। আর মিজানুর রহমান আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। তাই তাকে সরাসরি কারাগারে পাঠানোর এখতিয়ার আদালতের আছে। তাই তাকে ২৪ ঘণ্টা পুলিশ হেফাজতে না রেখেই তাকে কারাগারে নিতে হবে।

দুই ঘণ্টা পর আদেশে স্বাক্ষর হলে কড়া পুলিশি পাহারায় ডিআইজি মিজানকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি