রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » পাকিস্তানি বান্ধবীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করায় ভারতীয় সামরিক বাহিনীর এক জাওয়ান গ্রেফতার


পাকিস্তানি বান্ধবীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করায় ভারতীয় সামরিক বাহিনীর এক জাওয়ান গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

ভারতীয় সেনা সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অতি সতর্ক থাকতে বারংবার বার্তা পাঠিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। এর পরেও ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে বিদেশি সুন্দরীদের মোহময়ী হাতছানি এড়াতে পারছেন না অনেকই।

আর এবার সোশ্যাল মিডিয়ায় সেই ফাঁদে পা দিয়ে, পরিচিত পাকিস্তানি বান্ধবীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করায় গ্রেফতার হয়েছেন ভারতীয় সামরিক বাহিনীর এক জাওয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) অরুণাচল প্রদেশে কর্মরত এই সেনা সদস্যকে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে নার্নাউল রেল স্টেশনের নিকটবর্তী সড়ক থেকে গ্রেফতার করা হয়। তিনি যেই পাক তরুণীর কাছে তথ্য ফাঁস করেছিলেন; সে আদতে একজন গুপ্তচর বলে দাবি ভারতীয় সেনাদের।

সামরিক কর্মকর্তারা জানান, হরিয়ানা রাজ্যের বাসিন্দা সেই সেনা সদস্যের নাম রবিন্দর। তথ্য পাচারের বিনিময়ে তিনি সেই তরুণীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন বলে এরই মধ্যে তদন্তে উঠে এসেছে।

সম্প্রতি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে নতুন কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কর্তৃপক্ষ। কেননা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা লোভনীয় ফাঁদ পেতে পাকিস্তান তথ্য সংগ্রহে চেষ্টা চালাচ্ছে বলে এরই মধ্যে খবর পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। মূলত সেই তথ্যের ওপর ভিত্তি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কতা জারি করেছিল।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি