রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এক শিশুর বাবা দাবিদার তিনজন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সদ্যোজাত এক শিশুকন্যার পিতৃত্বের দাবি নিয়ে হাজির তিনজন বাবা! নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায়। সদ্যোজাত শিশুকন্যাটির বাবা কে—এ নিয়ে রীতিমতো ধন্ধে পড়েছে কলকাতার শহরের নামী বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও। সদ্যোজাত শিশুকন্যাটির বাবা কে, তা জানতে গলদঘর্ম পুলিশও। যদিও শিশুকন্যাটির মা এ ব্যাপারে রয়েছেন নীরব।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কলকাতার বাঘাযতীনের গাঙ্গুলীবাগানের একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে, গত শনিবার উত্তরপাড়ার বাসিন্দা স্বপ্না মৈত্রকে ওই হাসপাতালে ভর্তি করান রবীন্দ্রপল্লীর বাসিন্দা দীপঙ্কর পাল। স্বপ্নার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দেন দীপঙ্কর। এরপর রোববার সকালে স্বপ্না এক কন্যাসন্তানের জন্ম দেন। এরপরই শুরু গোলমাল।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে স্বপ্নার কন্যাসন্তান হওয়ার স্ট্যাটাস দেখে ওই বেসরকারি হাসপাতালে হাজির হন নিউটাউনের বাসিন্দা হর্ষ ক্ষেত্রী। তিনি দাবি করেন মেয়ে ও স্ত্রী তাঁর। এরপরেই বিপাকে পড়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে নেতাজিনগর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউটাউনের বাসিন্দা হর্ষ অবশ্য ম্যারেজ সার্টিফিকেটসহ কয়েকটি নথি নিয়েও হাজির হন হাসপাতালে। গত রোববার সদ্যোজাত কন্যাসন্তানের পিতা বলে দুজন দাবি করার পর থেকে কাউকেই স্বপ্না মৈত্রের কেবিনে ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তাকর্মী বসিয়ে দেওয়া হয় স্বপ্না মৈত্রের কেবিনে সামনে। কিন্তু তাতে স্বস্তি মিলল না মোটেও।

সদ্যোজাত শিশুকন্যার পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে হাজির হন প্রদীপ রায় নামের আরো এক ব্যক্তি। তিনি দাবি করেন, স্বপ্না মৈত্রের সদ্যোজাত শিশুসন্তান তাঁর। জটিলতা বাড়ায় আর কোনো ঝুঁকি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশের ওপর ছেড়ে দেয় তারা।

যদিও স্বপ্না বা তাঁর মা এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তবে স্বপ্না মৈত্রের কেবিনের বাইরে বসানো হয় পুলিশ প্রহরা। কিন্তু সদ্যোজাত শিশুসন্তানটি কার, তা জানতে এখনো তদন্তে নেমে কার্যত অন্ধকারে পুলিশ।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি