রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গু যাদের কাছে গুজব ছিল তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছে


ডেঙ্গু যাদের কাছে গুজব ছিল তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বিনামূল্যে ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন রাশেদ খান মেনন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দায় এড়াতে ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছে।

মেনন বলেন, এখন তারাই আবার এটাকে বৈশ্বিক সমস্যা বলছে কেউ কেউ। কিন্তু আমাদের দায়, আমাদের জনগণের প্রতি। অন্যান্য দেশে কী হচ্ছে সেটা জানব, কিন্তু আমাদের দেশের জনগণকে রক্ষা করতে পারছি কিনা সেটাই মূল বিষয়। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পাড়া-মহল্লার ক্লাবগুলো যদি কিছু উদ্যোগ নেয় তাহলে ডেঙ্গুর উৎস এডিশ মশাকে অবশ্যই ধ্বংস করা যাবে। একই সঙ্গে চিকিৎসারও প্রস্তুতি রাখতে হবে। এটা মৌসুমি কাজ না, সাংবার্ষিক কাজ। সময় মতো ব্যবস্থা নিলে অবশ্যই ডেঙ্গুর বিরুদ্ধে বিজয়ী হতে পারব।

বৃহস্পতিবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্বোধনকালে মেনন এ সব কথা বলেন। এই কার্যক্রম তত্ত্বাবধান করছে মতিঝিলের প্যান প্যাসিফিক হাসপাতাল।

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, নগর আওয়ামী লীগ নেতা শেখ সেকেন্দার আলী, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, কাউন্সিলর হামিদুল হক শামিম, মারুফ আহমেদ মনসুর ও সুলতান মিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি