শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ বিমানে পেঁয়াজেের প্রথম চালান আসছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৯

ডেস্করিপোর্টঃ

কার্গো উড়োজাহাজের মাধ্যমে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে জরুরী ভিত্তিতে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কার্গো বিমানের মাধ্যমে মিসর থেকে এস আলম গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। বিকল্প হিসেবে বাংলাদেশ মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করছে। এছাড়া মিসর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি