সোমবার,২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত


কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট সোমবার সন্ধ্যায় হোটেল নুরজাহান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
তিনি বলেন, একটি রাষ্ট্রকে বিশ্ববাসীর দরবারে পরিচয় করিয়ে দেয়ার জন্য অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অনেকগুলো নেয়ামক লাগে। বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশে বিপিএল এর প্রতিষ্ঠাতা কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি। অর্থনীতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা এগিয়ে আছি। পথিকৃৎ কুমিল্লাকে এগিয়ে নিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ভূমিকা অনন্য।

কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান ও ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম চপল,একাডেমিক স্পন্সর ফার্মজিলার স্বত্তাধিকারী ইঞ্জি: খায়রুল ইসলাম। প্রোগ্রাম স্পন্সর ছিলেন জেনিস গ্রুপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আলী, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সমন্বয়ক ও বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টের সমন্বয়ক আতিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হাজী মমিন সহ জেলা ও বিভিন্ন উপজেলার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি কর্পোরেশন সহ মোট ১৮ টি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয় দিবস টি-টুয়ান্টি ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহন করবে। আগামী ২১ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী টুর্ণামেন্টটির উদ্বোধন করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি