শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরীক্ষার আগে শেষ বারের মতো দেখা করতে এসে লাশ হয়ে ফিরল মা হারা আবির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সোমবার দুপুর পৌনে বারোটা। স্কুলের ফেয়ারওয়েলে অংশগ্রহণ করার জন্য ওয়ারী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন এসএসসি পরীক্ষার্থী উপস্থিত হন ওয়ারী স্ট্রীট সড়কের মোড়ে। যাদের মধ্যে একজন ছিলো আবির হোসেন। জড়ো হওয়াদের উদ্দেশ্য ছিলো সেখান থেকে সবাই একসাথে স্কুলে ঢুকবে।কিন্তু তাদের সে উদ্দেশ্য পূরণ হয়নি। জড়ো হওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে আসা ওয়াসার একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে আবিরকে ধাক্কা দেয়।

এসময় পড়ে যায় আবির, পড়ে তার মাথার উপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃ’ত্যু হয় আবিরের।পরে স্থানীয়রা এসে আবীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।অবস্থা বেগতিক দেখে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গাড়িচালক। এসময় স্থানীয়রা এবং অন্যান্য শিক্ষার্থীরা গাড়িচালকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক করা হয় ঘাতক গাড়িটিও।প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির চালক আবিরকে প্রথমে ধাক্কা দেওয়ার পর থেমে গেলে আবিরের মৃত্যু হতো না, কিন্তু চালক না থেমে উল্টো তার মাথার উপর দিয়ে গাড়ি নিয়ে যান।ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন আবির।

সেখানকার শিক্ষার্থীরা জানায়, নি’হত আবিরের বড় ভাই ৮ বছর আগে গুলিস্তান পার্কের ভেতরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায়। আর ১১ মাস আগে মারা যান আবিরের মা। মা হারা আবির ছিলো স্কুলে সবার আদরের। পড়ালেখায়ও ভালো ছিলো সে। তার মতো মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃ’ত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। চেয়েছেন ন্যায় বিচার।শিক্ষকরা জানান, পড়ালেখার পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও আবির ছিলো সবার থেকে এগিয়ে।

সামনে এস এস সি পরীক্ষাকে কেন্দ্র করে তার অনেক পরিকল্পনা ছিলো। মায়ের মৃ’ত্যুর শোক কাটতে না কাটতে চলে গেল ছেলেটাও। ঘা’তক ড্রাইভার কেড়ে নিল আবিরের জীবন।আবিরের মৃ’ত্যুর শোকে ভেঙ্গে পড়েছেন তার বাবা। কিছুক্ষণ পর পরই শোকে মুর্ছা যাচ্ছেন। বলছেন, আমা’র ছেলের কি দোষ ছিলো? পরীক্ষার আগে শেষ বারের মতো দেখা করতে এসেছিলো সে। এ মৃ’ত্যু বিচার চেয়েছেন তিনি।সোমবার দুপুর পৌনে বারোটা। স্কুলের ফেয়ারওয়েলে অংশগ্রহণ করার জন্য ওয়ারী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন এসএসসি পরীক্ষার্থী উপস্থিত হন ওয়ারী স্ট্রীট সড়কের মোড়ে। যাদের মধ্যে একজন ছিলো আবির হোসেন। জড়ো হওয়াদের উদ্দেশ্য ছিলো সেখান থেকে সবাই একসাথে স্কুলে ঢুকবে।কিন্তু তাদের সে উদ্দেশ্য পূরণ হয়নি। জড়ো হওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে আসা ওয়াসার একটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে আবিরকে ধাক্কা দেয়।

এসময় পড়ে যায় আবির, পড়ে তার মাথার উপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবিরের।পরে স্থানীয়রা এসে আবীরকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।অবস্থা বেগতিক দেখে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গাড়িচালক। এসময় স্থানীয়রা এবং অন্যান্য শিক্ষার্থীরা গাড়িচালকে ধরে পু’লিশে সোপর্দ করে।

আটক করা হয় ঘাতক গাড়িটিও।প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির চালক আবিরকে প্রথমে ধাক্কা দেওয়ার পর থেমে গেলে আবিরের মৃত্যু হতো না, কিন্তু চালক না থেমে উল্টো তার মাথার উপর দিয়ে গাড়ি নিয়ে যান।ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন আবির।

সেখানকার শিক্ষার্থীরা জানায়, নি’হত আবিরের বড় ভাই ৮ বছর আগে গু’লিস্তান পার্কের ভেতরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মা’রা যায়। আর ১১ মাস আগে মা’রা যান আবিরের মা। মা হারা আবির ছিলো স্কুলে সবার আদরের। পড়ালেখায়ও ভালো ছিলো সে। তার মতো মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃ’ত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। চেয়েছেন ন্যায় বিচার।শিক্ষকরা জানান, পড়ালেখার পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও আবির ছিলো সবার থেকে এগিয়ে।

সামনে এস এস সি পরীক্ষাকে কেন্দ্র করে তার অনেক পরিকল্পনা ছিলো। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতে চলে গেল ছেলেটাও। ঘা’তক ড্রাইভার কেড়ে নিল আবিরের জীবন।আবিরের মৃ’ত্যুর শোকে ভেঙ্গে পড়েছেন তার বাবা। কিছুক্ষণ পর পরই শোকে মুর্ছা যাচ্ছেন। বলছেন, আমা’র ছেলের কি দোষ ছিলো? পরীক্ষার আগে শেষ বারের মতো দেখা করতে এসেছিলো সে। এ মৃ’ত্যু বিচার চেয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি