রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » মা’রে কোনভাবেই এই অশান্ত মনকে শান্ত করতে পারছি না,নবজাতক কন্যার মৃত্যুতে বাবার আবেগময় স্ট্যাটাস


মা’রে কোনভাবেই এই অশান্ত মনকে শান্ত করতে পারছি না,নবজাতক কন্যার মৃত্যুতে বাবার আবেগময় স্ট্যাটাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নবজাতক শিশুর মৃত্যুতে হতভাগ্য পিতার আবেগঘন পোষ্ট- মা তুই তো পোশাক না পরেই চলে গেলে। জান্নাতি পোশাক পড়েই জান্নাতি পাখি হয়ে থাকিস , তোর এই অদম বাবা মা কে একটু জান্নাতে নেওয়ার সুপারিশ করবি তো মা!

তোকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলামরে মা! জানি মানুষের হাতে কোন ক্ষমতা নেই,তবুও ডাক্তার বললো এনআইসিউতে নিলে তুই বেঁচে যাবি হয়তো।আমি অধম তাই করেছি মা!

এই পৃথিবীতে তোকে একবার দেখেছি মাত্র।পরকালে দেখলে চিনবি তো তোর হতভাগা বাবাটাকে!? কতো সখ ছিলো নতুন পোশাক পড়িয়ে তোকে কোলে নিবো।ফুল এনেছিলাম তোকে বরণ করবো বলে। এই ১০ বছর অপেক্ষার পর তোকে পেয়ে পুরো পরিবারে যেন আকাশ থেকে একখন্ড চাঁদ পেয়েছে।

তোর দাদু তো এই খবর শুনে স্টোক করেছে! কাঁদতে কাঁদতে তোর হতভাগ্য বাবার চোখ এখন পানি শুন্য!

মা’রে কোনভাবেই এই অশান্ত মনকে শান্ত করতে পারছি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি