বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আজাহারীর মালেশিয়াতে বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন!


আজাহারীর মালেশিয়াতে বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারী ২০১৩ সাল থেকে স্থায়ীভাবে মালেশিয়াতে বসবাস করছেন।

প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে এসে তিন-চার মাস অবস্থান করেন। বছরের বাকি সময় মিজানুর রহমান আজাহারী আজাহারীর বিলাসবহুল জীবনযাপন করেন।

সম্প্রতি মালেশিয়া সরকার সেদেশে অবস্থানরত এবং সফররত বিভিন্নদেশের ইসলামিক বক্তাদের সম্পদ ও আয়ের উৎস জানতে চান।

এর মধ্যে ভারতীয় নাগরিক ডা: জাকের নায়েক সহ বাংলাদেশের মিজানুর রহমান আজাহারীর নামও রয়েছে। মিজানুর রহমান আজাহারী মালেশিয়া সরকারকে এ বিষয়ে তার লিখিত বক্তব্য জমা দেন।

আজাহারীর লিখিত বক্তব্যে উঠে আসে সেদেশে তার গচ্ছিত কোটি কোটি টাকার সম্পদের আয়ের উৎসের কথা। আজাহারী তার লিখিত বক্তব্যে জানায়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইসলামিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে গিয়েও তিনি প্রবাসীদের আয়োজিত মাহফিলে বক্তৃতা করেন। আর এসকল বক্তব্যের সম্মানী হিসাবে তিনি বিপুল পরিমান সম্মানী ভাতা পেয়ে থাকেন।

মূলত দেশে বিদেশে ওয়াজ মাহফিলের বিপুল পরিমান আয় থেকে তিনি মালেশিয়াতে নিয়মিত বসবাস করার কথা জানান তার লিখিত বক্তব্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি