শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে গত ২ দিনে করোনার সংক্রমণ ও লক্ষণ নিয়ে ১১ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০২০


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণ ও লক্ষণ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ৩ জন এবং লক্ষন-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন ও আইসোলেশনে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ জন ও আইসিইউতে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল বারেক (৭০), সদরের সন্ধ্যা বনিক (৭৫), চাঁদপুর কচুয়ার লাল মোহন সরকার ও করোনায় আক্রান্ত মনোহরগঞ্জের মকবুল আহমেদ (৮০), চান্দিনার গোলাম মোস্তফা (৫৪), চাঁদপুর হাপানিয়ার সফিকুল ইসলাম ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছে ২৪ জন, সুস্থ্য হয়েছেন ২১ জন এবং মোট ভর্তি আছে ১৩৬ জন। তারমধ্যে ৭ মহিলাসহ আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।

সোমবার (১০ আগষ্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা।

সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার বরুড়ায় তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাইয়ের মাসুদা (৮০) এবং আইসিইউতে লাকসামের লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিনের আবদুল করিম (৭০)।

এই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩০ জন, সুস্থ্য হয়েছে ৮ জন এবং মোট ভর্তি আছে ১৩৮ জন। তার মধ্যে আইসিউতে ভর্তি আছে ৯ জন মহিলাসহ ১৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি