সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয় ম্যান সিটির, গোল-উৎসব লিভারপুলের


বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয় ম্যান সিটির, গোল-উৎসব লিভারপুলের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২০

স্পোর্টস ডেস্কঃ
কষ্টার্জিত জয়ে হাঁফ ছাড়লো ম্যানচেস্টার সিটি। আর যথারীতি গোল-উৎসব করলো লিভারপুল। ইংলিশ লীগ কাপের তৃতীয় রাউন্ডে বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের দল লিংকন সিটিকে ৭-২ গোলে হারায় প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। দিনের অপর ম্যাচে এফসি বোর্নমাউথের বিপক্ষে ঘাম ঝরিয়ে ২-১ গোলে জয় পায় ম্যান সিটি। ম্যানচেস্টারের ইতিহাদ মাঠে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতা। ১৮তম মিনিটে ১৭ বছর বয়সী তারকা লিয়াম ডালেপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৪ মিনিট পরই গোল নিয়ে সমতায় ফেরে বোর্নমাউথ। তরুণ খেলোয়াড়দের নিয়ে শুরুর একাদশ সাজালেও ম্যাচের দ্বিতীয়ার্ধে সিটি কোচ পেপ গার্দিওলা মাঠে নামান দুই শীর্ষ খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা ও রাহিম স্টারলিংকে।

৭৫তম মিনিটে ম্যান সিটিকে জয়সূচক গোল এনে দেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেন। ইংলিশ লীগ কাপের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতায় জিতলো টানা ১৬ ম্যাচ। আসরে টানা জয়ে তাদের চেয়ে এগিয়ে কেবল লিভারপুল (২৫) ও নটিংহাম ফরেস্ট (১৭)। চতুর্থ রাউন্ডে ম্যান সিটির প্রতিপক্ষ বার্নলি।

তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে প্রতিপক্ষের মাঠে তরুণদের নিয়ে দল সাজান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লীগে চেলসির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের স্কোয়াডের ১০ জনকে বিশ্রামে রাখেন লিভারপুল কোচ।

অলরেডদের চতুর্থ রাউন্ডেই দিতে হবে বড় পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে আর্সেনাল। লেস্টার সিটিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে গানাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি