বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসিকে দেড় কোটিতে কিনতে চায় ম্যানসিটি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২০

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিথের কাছে হেরে যাওয়ার পর বার্সেলোনাকে বুরোফ্যাক্সের মাধ্যমে লিওনেল মেসি জানায়, বার্সা ছাড়ার কথা। এরপর থেকেই তাকে নিয়ে টানাটানি লেগে যায় সব ক্লাবের। তবে সবার থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি।

তবে আইনি ঝামেলায় শেষ পর্যন্ত পাওয়া হয়নি মেসিকে। এদিকে আগামী মৌসুমের আগে যে বার্সেলোনা ছাড়বেন সেটি মেসি নিজেই জানান। আর বার্সা ছাড়লে তিনি ম্যানসিটিতে যাবেন বলেও প্রায় নিশ্চিত।

চুক্তি শেষ হবার আগে যে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়ছে না সেই মেসির দাম এখন ১৫ মিলিয়ন ইউরো!

অথচ চলতি মৌসুমের শুরুতে মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তখন তার রিলিজ ক্লজ ছিল ৭০০ মিলিয়ন ইউরো।

বার্সেলোনার সঙ্গে মেসির যে অস্থিরতা সেটি যদি না কাটে তবে বার্সাকে দেড় মিলিয়ন ইউরোতে মেসিকে পাওয়ার প্রস্তাব দেবে ম্যানসিটি। এমনটাই দাবি করেছে ইংল্যান্ডের দৈনিক ডেইলি স্টার।

আগামী জুনে মেসির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপর মেসি যেদলে ইচ্ছা সেই দলের সঙ্গেই চুক্তি করতে পারেন। এখান তিনি ম্যানসিটিতেই যাবেন সেটিও নিশ্চিত নয় শতভাগ।

মেসিকে পেতে মুখিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেইন, ইয়ুভেন্তাস, চেলসির মতো দলগুলো। শেষ পর্যন্ত মেসির গন্তব্য নতুন নাকি বার্সাতেই থেকে যান সেটা সময়ের হাতেই ছেড়ে দেয়া যায় আপাতত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি