শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সাবেক অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে


সাবেক অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। বর্তমানে দিল্লির একটি হাসপাতালে ভর্তি আছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। হাসপাতালের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিশ্বকাপজয়ী তারকার এনজিওপ্লাস্টি করা হয়েছে।

এক টুইট বার্তায় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের সাংবাদিক কপিল দেবের অসুস্থতার কথা জানান। টুইটারে ওই সাংবাদিক লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে তাঁর এনজিওপ্লাস্টি চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’

ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও টুইটারে লিখেছেন, ‘বড় মনের মানুষ ও সাহসী কপিল দেবের দ্রুত আরোগ্য লাভের জন্য শুভকামনা। এখনো অনেক কিছু করার বাকি আছে।’

ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি অনেকেই এসেছেন। তবে তাঁদের সবার মধ্যেও একটা আলাদা জায়গা আছে কপিল দেবের। ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারের হাত ধরেই শ্রেষ্ঠত্বের পথে যাত্রা শুরু করেছিল ভারত। তাঁর নেতৃত্বে জিতেছিল প্রথম বিশ্বকাপ শিরোপা। ১৯৮৩ সালের সেই অনন্য সাফল্যটিই বদলে দিয়েছিল ভারতের ক্রিকেটীয় চালচিত্র। ফলে এখনো সবার মনে একটা অন্য রকম জায়গা করে আছেন কপিল দেব।

ভারতের হয়ে ১৩১টি টেস্ট খেলে ব্যাট হাতে ৫,২৪৮ রান নিয়েছেন কপিল; বল হাতে নিয়েছেন ৪৩৪টি উইকেট। এ ছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩,৭৮৩ রান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি