রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তির আশায় আদালতপাড়ায় প্রহর গুণছে বাবা দুলাল শরীফ


ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তির আশায় আদালতপাড়ায় প্রহর গুণছে বাবা দুলাল শরীফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় ১৪ কিশোর আসামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তির আশায় আদালতপাড়ায় প্রতীক্ষার প্রহর গুণছেন বাবা দুলাল শরীফ।

বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান কিছুক্ষণের মধ্যেই এ রায় ঘোষণা করবেন।

নিহত রিফাত ফরাজীর বাবার দুলাল ফরাজী বলেন, আমার একমাত্র ছেলেকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় আছি। আমার ছেলের হত্যার এমন রায় আশা করছি যা বরগুনা নয় সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মামলাটির রায়ের জন্য পূর্ব নির্ধারিত সময় বেলা ১১ টা দিকে। তবে একটু বিলম্ব হচ্ছে তবে বেলা ১২ দিকে বিচারক রায় পড়া শুরু করবেন।

জানা যায়, রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিখণ্ডন শেষ করেন। এর পর আদালতের বিচারক রায়ের দিন ধার্য করেন।

চলতি বছরের গত ১ জানুয়ারি নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান অভিযোগ গঠন করেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ আসামিকে খালাস দেন।

উল্লেখ্য, বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এর পর তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই দিন বিকালে রিফাত শরীফ মারা যায়।

পর দিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি