বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমানের স্ত্রীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচাতো গোলাম জিলানি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ২৭তম ওয়ার্ডে হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত জিল্লুর রহমান চৌধুরী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুমান সুলতানার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জিল্লুর তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও পায়ে কোপায়। এ সময় আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কান্তি ধর বলেন, যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নারী সাংসদের ঘনিষ্ঠজন তাপস পাল বলেন, ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে জিল্লুর রহমান চৌধুরী নির্বাচন করেন। আগামী নির্বাচনেও তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এই হত্যার বিচার দাবি করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি