মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লাইনচ্যুত বগি সরিয়ে ১৪ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সিলেট হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্যাংকার সরিয়ে নেওয়ার পর রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার পর থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১৪ ঘণ্টা বন্ধ থাকে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ১০ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের শাহজীবাজার রেলস্টেশনের মাস্টার মোফাজ্জেল হক।

রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে ওই দিন দুপুর ১২টার পর থেকে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলস্টেশন এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে। এ ছাড়া এ কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী ট্রেন কমলাপুর রেলস্টেশনে আটকা থাকে। তিনটি ট্রেনের শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী চারটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছিল। এর এক সপ্তাহের মধ্যে আবার মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় একটি সারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি