শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » লা লিগার বড় ট্রান্সফার নিয়ে বিপাকে শীর্ষ দলগুলো


লা লিগার বড় ট্রান্সফার নিয়ে বিপাকে শীর্ষ দলগুলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২১

স্পোর্টস ডেস্ক:

এডেন হ্যাজার্ড, হুয়াও ফেলিক্স ও গ্রিজম্যানকে দলে নিতে ট্রান্সফার মার্কেটে লা লিগার তিন শীর্ষ দল রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে সম্মিলিতভাবে ৩৪৬ মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়েছে। কিন্তু এই তারকাদের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্সের দেখা এখনো পায়নি শীর্ষ তিন ক্লাব।

রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেলজিয়াম অধিনায়ক হ্যাজার্ড দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। কিন্তু গত শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি মূল একাদশে ছিলেন না। মূলত ফিটনেস সমস্যাই এখানে দায়ী।

ফুটবল স্পেনার খবরে জানা গেছে, ২০১৪ সালে মাত্র চার মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন হ্যাজার্ড। নিজে এক গোল করে এবং সতীর্থকে দিয়ে এক গোল করিয়ে জিনেদিন জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ইনজুরির কারণে হ্যাজার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না দলের কোচ। ২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এই পর্যন্ত মাত্র ১৭টি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন হ্যাজার্ড।

গত রোববার আলাভেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকোর মূল দল থেকে ফেলিক্সের বাদ পড়াটা অনেককেই বিস্মিত করেছে। তার পরিবর্তে মূল দলে ছিলেন অ্যাঞ্জেল কোরেয়া। পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স দ্বিতীয়ার্ধে খেলতে নেমে লুইস সুয়ারেজকে দিয়ে শেষ মিনিটে জয়সূচ গোলটি করিয়েছেন। ম্যাচে সুয়ারেজের ৯০ মিনিটের গোলে অ্যাথলেটিকো ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

১২০ মিলিয়ন ইউরোতে গ্রিজম্যান অ্যাথলেটিকো থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ফেলিক্স অ্যাথলেটিকোতে যোগ দেন। গতকাল লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে মূল একাদশে ছিলেন না গ্রিজম্যান। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই কার্যত গ্রিজম্যানকে নিয়ে বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান অতটা আগ্রহী ছিলেন না। বরং তাঁর পরিবর্তে ড্যানিশ তারকা মার্টিন ব্রেথওয়েইটের ওপরই বেশি আস্থা রেখেছেন কোম্যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি