বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


করোনার ভয়ে তরুণীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে ভারতের তেলেঙ্গানায় বাণী নামে এক তরুণী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজ্যের করিমনগর শহরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহত্যাকারী তরুণীর নাম বাণী। বাণী একটি ব্যাংকে অফিসার হিসেবে কাজ করতেন। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তরুণীর পরিবার থাকে হায়দরাবাদে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ভাড়া বাসা থেকে বাণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। ওই হাতের লেখা বাণীর নিজের কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ কেন বেছে নিলেন, এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি