শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সীমান্তরক্ষীদের সাইকেল র‌্যালি দু’দেশের মধ্যে সুসম্পর্কের প্রত্যাশা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২১

আন্তরজাতিক ডেস্কঃ

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের এডিজি আইপিএস পঙ্কজ কুমার সিং বলেছেন,‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে ভারত সীমান্তে সাইকেল র‌্যালি ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্কের বন্ধনকে আরও অটুট রাখতে সহায়তা করবে।’

সোমবার (১১ জানুয়ারী) দুপুরে বেনাপোল পেট্রাপোল শূন্যরেখায় বিএসএফের ১৩ সদস্যের সাইকেল র‌্যালির সংবর্ধনা অনুষ্ঠানে বিএসএফের এডিজি আইপিএস এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘র‌্যালিতে বিএসএফ সদস্যরা মাদকের বিরুদ্ধে সীমান্তবাসীকে সচেতন করবে। এছাড়া সীমান্তবাসীর শিক্ষা ও চিকিৎসা নিয়ে তাদেরকে সচেতন করবে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে এর চেয়ে ভালো আয়োজন আর কী হতে পারে।’

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে আমন্ত্রিত অতিথি বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসের বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের। সীমান্ত রক্ষায় বিজিবি-বিএসএফ যৌথভাবে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে সীমান্তে বিএসএফের এ ধরনের সচেতনতামুলক অনুষ্ঠান যেমন স্মরণীয় হয়ে থাকবে তেমনি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দীর্ঘস্থায়ী করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী, অপস অফিসার লে. কর্নেল কবিরুল ইসলাম ও ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক ( সিও) লে. কর্নেল সেলিম রেজা, বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার প্রমুখ।

এছাড়া ভারতের পক্ষে ছিলেন ডিআইজি এ কে টেটে ও ১৭৯ বিএসএফ অধিনায়ক (সিও) অরুণ কুমার প্রমুখ।

‘নেশার মার বড় মার নষ্ট করে সংসার’এ স্লোগান নিয়ে সাইকেল র‌্যালিটি ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করেছে। ৪ হাজার কিলোমিটার অতিক্রম শেষে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ভারতের মিজোরামপুরে গিয়ে যাত্রা শেষ হবে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবি, বিএসএফের পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপস্থিত ছিলেন দুই দেশের গণমাধ্যম কর্মীসহ প্রশাসনিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি