শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন সম্পন্ন: বিচ্ছিন্ন সহিংসতা ও জবরদস্তির অভিযোগ


দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন সম্পন্ন: বিচ্ছিন্ন সহিংসতা ও জবরদস্তির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার চলছে ভোটগণনা।

এরমধ্যে কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী–সমর্থকদের মধ্যে হাতাহাতি, মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া বেশির ভাগ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে অনিয়মের অভিযোগ এনে চারটি পৌরসভার বিএনপির প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন, রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও পাবনার ঈশ্বরদী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীরা। শনিবার বেলা ১১টার পর ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

এছাড়া অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন মেহেরপুরের গাংনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী।

তথ্য অনুযায়ী, ৬০টি পৌরসভায় মেয়র পদে লড়ছেন মোট ২২১ জন প্রার্থী। ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। বাকি ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে।

৬০ পৌরসভায় মেয়র প্রার্থী ২২১ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ৭৪৫ এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে দুই হাজার ৩২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসব পৌরসভায় মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পুরুষ ১১ লাখ আট হাজার ৪৩১ জন এবং নারী ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮০টি এবং ভোটকক্ষ ছয় হাজার ৫০৮টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি