শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর দুটি কককেট বিস্ফোণের ঘটনা ঘটেছে।

শনিবার ( ১৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এ ঘটনা পৌরসভার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হন। এছাড়া ভোট কেন্দের অদূরে প্রতিপক্ষের হামলায় তারেক হোসেন ও সুজন নামের দুজন আহত হয়েছেন। ঘটনায় কেন্দ্রে ব্যাপক হারে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

টেবিল ল্যাম্প প্রতিকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিলো উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। জিয়াউল হক হক নামের আরেক প্রার্থী জানান এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।

সুরুজ মিয়া নামের এক ভোটার জানান, তাকে কেন্দ্রে আসার পথে প্রতিপক্ষরে লোকেরা মেরেছে, তার বাবা মাকেও মেরেছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি