মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসির ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে ১ম লাল কার্ডে মাঠ ছাড়তে হলো


মেসির ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে ১ম লাল কার্ডে মাঠ ছাড়তে হলো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২১

স্পোর্টস ডেস্কঃ

প্রায় ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। রোববার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ার মাঠে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়েরও একেবারে শেষ মুহূর্তে নিজেকে সামলাতে পারেননি তিনি। শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেওয়ার চেষ্টা করেন। ফলে মেসি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি, তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ করার সঙ্গে সঙ্গেই মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। মেসির এই ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন মেসি।

স্পেনের এই কাপ ফাইনালের শুরু থেকেই উত্তেজনা ছিল। বার্সেলোনার ফরাসি তারকা আন্তোনি গ্রিজমান দুটি গোল করে বার্সেলোনাকে এগিয়ে রাখেন। হতে পারতো এটা লিওনেল মেসির বার্সার হয়ে সম্ভাব্য বিদায়ী মৌসুমের শিরোপা।

কিন্তু বিলবাওয়ের স্প্যানিশ ফুটবলার আজিয়ের ভিয়ালিব্রে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে খেলা টিকিয়ে রাখেন। ২-২ সমতায় অতিরিক্ত সময়ের খেলা শুরু হলে ৯৩ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও।

লিওনেল মেসির বার্সেলোনা ক্যারিয়ারে এটা প্রথম লাল কার্ড হলেও আর্জেন্টিনার হয়ে এর আগে দুবার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে একটি ম্যাচে এই ঘটনা ঘটে। ২০১৯ সালে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে একটি ম্যাচে লিওনেল মেসি ক্যারিয়ারের দ্বিতীয় লাল কার্ড দেখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি