শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বৃষ্টির পর বাংলাদেশ-ইন্ডিজের খেলা মাতিয়ে তুলেছেন মোস্তাফিজ-সাকিব


বৃষ্টির পর বাংলাদেশ-ইন্ডিজের খেলা মাতিয়ে তুলেছেন মোস্তাফিজ-সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০২১

স্পোর্টস ডেস্কঃ

৩০০ দিনের বেশি সময় পর বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেখার স্বাদেও ব্যাঘাত ঘটাচ্ছে অসময়ের বৃষ্টি। শীতে ঢাকায় যেখানে বৃষ্টির দেখাই মেলেনি অনেক দিন, সেই বৃষ্টি কিনা আজ একেবারে এসে ম্যাচই থামিয়ে দিয়েছে।

এখন অবশ্য আবার খেলা শুরু হয়েছে। তাতে ওয়েস্ট ইন্ডিজকে আবার পড়তে হয়েছে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের সামনে। যেমনটা পড়তে হয়েছিল বৃষ্টির আগেও! এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বৃষ্টির আগে-পরে দুটি উইকেট মোস্তাফিজের, বাকি দুটি নিয়ে সাকিব আল হাসানের হয়েছে দারুণ মাইলফলক।

প্রথম উইকেটটি ছিল নিজেদের মাটিতে ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট! এই প্রতিবেদন লেখার সময়ে ওয়েস্ট ইন্ডিজের রান ১৭ ওভারে ৪ উইকেটে ৫৬।

ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আজ উইকেটের আনন্দে মেতেছেন মোস্তাফিজ। বল উইকেটে পড়ার পর ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের ঢোকানোর অনুশীলন অনেক দিন ধরেই করছিলেন মোস্তাফিজ, অনেকটা ভেতরে ঢোকা বলেই আজ ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ওপেনার সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অ্যামব্রিস।

নিংসের প্রথম ওভারের শেষ বলে রুবেল হোসেনকে ছক্কা মেরে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া অ্যামব্রিসকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন মোস্তাফিজ।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগের শেষ বল, অর্থাৎ নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল মোস্তাফিজের। ম্যাকার্থির ব্যাটে লেগে ক্যাচ উঠেছিল, যদিও পয়েন্টের ওপর দিয়ে ২ রান হয় সেটিতে। বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই আবার দ্বিতীয় বলেই উইকেটের সুযোগ মোস্তাফিজের। ওভারের পঞ্চম বলে সেই ম্যাকার্থিরই ব্যাটের ভেতরের দিকে লেগে বল চলে যায় উইকেটকিপারের পেছন দিয়ে সীমানার বাইরে।

পরের ওভারে এসেই উইকেট পেয়ে গেলেন মোস্তাফিজ। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে তাঁকে মেরে খেলতে গিয়ে থার্ডম্যানে লিটন দাসের ক্যাচ হন জশুয়া ডা সিলভা।

এরপর সাকিবের পালা। অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থি তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করছিলেন, সাকিব এসে সেটি ভেঙে দেন ১৩তম ওভারে। চতুর্থ বলে তাঁর বলে বোল্ড ম্যাকার্থি।

১৭তম ওভারে সাকিবের বলে স্টাম্পড হন জেসন মোহাম্মদও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি