শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপির সমাবেশে পুলিশের বাধা, লাঠিপেটা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২১

ডেস্ক রিপোর্ট:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশি হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশটি পণ্ড হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে একাধিক পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত কর্মীকে হাসপাতালে নিচ্ছেন ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেন একজন আহত কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জানান, শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে কে বা কারা ইট ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে। এরপর পুলিশ অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মী আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি।

প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সেখানে পাশেই অবস্থান করছিল। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি