শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টি-টোয়েন্টিতে প্রথমদল হিসেবে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড পাকিস্তানের


টি-টোয়েন্টিতে প্রথমদল হিসেবে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড পাকিস্তানের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২১

স্পোর্টস ডেস্কঃ

শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৮ রান। উইকেটে তখন দুই টেলএন্ডার মোহাম্মদ নওয়াজ ও হাসান আলী। ১০ বলেই ২৮ রান তুলে নিয়ে ৪ উইকেটের জয়ে পাকিস্তানকে সিরিজ জেতান নওয়াজ-হাসান। ৭ বলে ২০ রান করে নায়ক পেসার হাসান আলী। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সঙ্গে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লো বাবর আজমের দল।

রোববার (১৪ ফেব্রুয়ারি) লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে একই লড়াই করেন অভিজ্ঞ ডেভিড মিলার। সতীর্থদের ব্যর্থতার মিছিলে ৪৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। ছয় প্রোটিয়া ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্ক। এরমধ্যে দু’জন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ৮ উইকেটে ১৬৪ রানে থামে দক্ষিণ আফ্রিকা। অভিষিক্ত লেগ স্পিনার জাহিদ মাহমুদের শিকার ৩ উইকেট।

আরেক লেগ স্পিনার উসমান কাদির নেন ১ উইকেট। হাসান আলী ও মোহাম্মদ নওয়াজ নেন ২টি করে উইকেট। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান এদিনও পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন। হায়দার আলীকে নিয়ে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন রিজওয়ান। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি দ্রুতই ফেরান হায়দার (১৫ রান) ও রিজওয়ানকে (৪২ রান)। হুসাইন তালাত (৫ রান) ও আসিফ আলীও (৭ রান) শামসির শিকার হলে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে অন্যপ্রান্তে দারুণ ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিলেন অধিনায়ক বাবর আজম।

ডোয়াইন প্রিটোরিয়াসের শিকার হয়ে বাবর আজম ফিরলে (৪৪ রান) জয়ের স্বপ্ন দেখা শুরু করে প্রোটিয়ারা। বিয়ন ফোরটানের বলে ইনফর্ম অলরাউন্ডার ফাহিম আশরাফ (১০ রান) ফিরলে জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল হয় সফরকারীদের। তবে ব্যাট হাতে চমক দেখানোর অপেক্ষায় ছিলেন হাসান আলী। ফেলুকওয়ায়োর করা ১৯তম ওভারে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৮ বল বাকি থাকতেই পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান হাসান। ২৫ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার শামসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি