শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জিয়ার রাষ্ট্রীয় খেতাব ফিরিয়ে না দিলে সরকার পতন অনিবার্য!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের উদ্যোগ থেকে সরে না এলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলে সরকারের উদ্যোগের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়। এদিন বিকেল ৩টার দিকে নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাব কেড়ে নিতে চাচ্ছে মাফিয়া রাষ্ট্রযন্ত্র। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবর রহমানের সরকার জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীর উত্তম খেতাব দেন। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের কুটিল প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, দেশে-বিদেশে বর্তমান সরকারের মাফিয়া দুঃশাসনের যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা আড়াল করার জন্যই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের যে মাফিয়া চরিত্র দেশবাসী ও বিশ্বের কাছে উম্মোচিত হয়েছে তা মুছে ফেলতে পারবে না। খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহিলাবিষয়ক সম্পাাদক নূরে আরা ছাফা প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মো. মিয়া ভোলা, আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দীন, মো. শাহ আলম, ইসকান্দার মির্জা, আবদুল মান্নান প্রমুখ।

এদিকে চট্টগ্রাম বিএনপির সমাবেশ ঘিরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি