শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসির মুকুটে যোগ হলো নতুন পালক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২১

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার জার্সিতে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। টপকে গেলেন সাবেক সতীর্থ কিংবদন্তি জাভির রেকর্ডকে। একই দিনে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখলেন তিনি।

বার্সেলোনার হয়ে বিভিন্ন ক্লাব টুর্নামেন্টে ৭৬৮টি ম্যাচ খেলেছেন মেসি। বার্সার হয়ে এর আগে এত ম্যাচ অন্য কোনো ফুটবলার খেলেননি। এই রেকর্ড মেসির মুকুটে নতুন পালক যোগ করল।

এর আগে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জাভি। ৭৬৭টি ম্যাচ খেলেছিলেন স্পেনের সাবেক মিড ফিল্ডার। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি।

বার্সেলোনার হয়ে লা লিগায় এখন পর্যন্ত ৫১১টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যে পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন জাভি। বার্সার হয়ে লা লিগায় ৫৫০ ম্যাচ খেলেছেন কিংবদন্তি মিডফিল্ডার।

১৭ বছর ধরে বার্সেলোনার হয়ে খেলে মেসি এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ১৪৯টি ম্যাচ খেলেছেন। ৭৯টি কোপা ডেল রের ম্যাচ খেলেছেন। স্প্যানিশ সুপার কাপে ২০টি, ক্লাব বিশ্বকাপ ও ইউরোপীয় সুপার কাপে যথাক্রমে পাঁচ ও চারটি ম্যাচ খেলেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি