বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জয় দিয়ে শুভ সূচনা বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০২১

পি আল হাসান মুরাদ:

জুনে বিশ্বকাপ বাছাই পর্বের তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার ই প্রস্তুতি হিসেবে নেপালে অনুষ্ঠিতব্য তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। গতকাল (২৩ মার্চ) রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫ঃ৪৫ মিনিটে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তান অ২৩ দলের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই কিরগিজস্তানের উপর চওড়া হয় জেমিডে’র শীর্ষরা। গুটিকয়েক সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিং এর জন্য সেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ।তবে সেই বাঁধ ভেঙে ম্যাচের ২৮তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্স ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান। আত্মঘাতী গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজ বাহিনী।

বিরতি থেকে ফিরে খেলায় ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালায় কিরগিজস্তান। তবে বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডারদের বুদ্ধিমত্তায় রক্ষা পায় বাংলাদেশ। এর মধ্যে খেলায় আরও কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি জেমি ডে’র শীর্ষরা। যার ফলে ১-০ গোলেই ম্যাচের নির্ধারিত সময়ের পরিসমাপ্তি ঘটে। পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচসেরা হয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। তিনি বলেন, ‘জয়টি আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিলো,তবে স্বাগতিক নেপালের বিরুদ্ধে আমাদের আরও ভালো খেলতে হবে।’ আগামী ২৭শে মার্চ বাংলাদেশকে আতিথ্য দেবে স্বাগতিক নেপাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি