বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে কিশোর গ্যাংয়ের শারীরিক ও মানসিক নির্যাতন


অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে কিশোর গ্যাংয়ের শারীরিক ও মানসিক নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে কিশোর গ্যাং এ সদস্যরা। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র শাফির (১৫) বাবা হারুন উর রশীদ চারজন কিশোরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে এ জিডি করা হয়।

অভিযুক্তরা হলেন, কুড়িগ্রামে ভোকেশনাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মামুন (১৮), নিলারাম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিয়াদ (১৭), বডার গার্ড স্কুলের এসএসসি পরীক্ষার্থী মমিন (১৮) ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অষ্টম শ্রেণির ছাত্র লিমন (১৬)।

অভিযোগে জানা গেছে, গত ২০ মার্চ দুপুরে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য শাফি বাসা থেকে বের হয়। পরে অভিযুক্তরা তাকে কলেজ রোড এলাকার মদিনা লাইব্রেবির সামনে হাবুর চায়ের দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে শফিকে শারীরিক নির্যাতন করে। পরে অচেতন অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে ঘণ্টাব্যাপী অক্সিজেন সাপোর্টে থাকার পর তার স্বাভাবিক জ্ঞান ফিরে আসে।

পরে শাফিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাসার সামনে দেশীয় অস্ত্রের মহড়া শুরু হলে ভীত হয়ে নির্যাতনের বিষয়টি শফি কাউকে না জানিয়ে চেপে যায়।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা শিশু নিকেতনের সামনের একটি চায়ের দোকানে শফিকে ডেকে নিয়ে মারধর করে এবং একপর্যায়ে পায়ের রগ কাটার উদ্দেশ্যে ছুরি ধরে। ব্ল্যাকমেইল করার উদ্দেশে ০১৯৪৬৪১৫৬৭২ নম্বর থেকে তার মা শাহনাজ বেগমকে ফোন করে। পরে তাদের হাত থেকে শাফি কৌশলে উদ্ধার পায়। পরে ঘটনার বিবরণ বাবা-মাকে জানালে তারা কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) মজিদুল শাহ জানান, অভিযুক্তদের মধ্যে দুইজনের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ‘পুলিশি টহল জোরদার রয়েছে। বখাটে ও কিশোর গ্যাংদের ধরতে পুলিশ মরিয়া হয়ে মাঠে কাজ করছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি