শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভ্যাকসিন না পেয়ে আতঙ্কে ব্রাজিল প্রবাসী বাংলাদেশিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলে করোনায় আক্রান্ত হচ্ছেন গড়ে ৫০ হাজারের মতো মানুষ। আক্রান্তের সংখ্যা এতদিন বাড়তে থাকলেও এখন কিছুটা স্থিতিশীল। কিন্তু মৃত্যুর সংখ্যা কমেনি এতটুকুও। সব মিলিয়ে বেগতিক দেশটির কোভিড পরিস্থিতি।

ব্রাজিলে ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজে কয়েক হাজার বাংলাদেশির বাস। এরই মধ্যে প্রবাসীদের অনেকে আক্রান্ত হয়েছেন করোনায়।

আক্রান্তের এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও। দূতাবাস কর্মকর্তাসহ অনেক বাংলাদেশি ভুগছেন কোভিড-১৯-এ। এ অবস্থায় ভেঙে পড়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জীবনযাত্রা। ভর করেছে অর্থনৈতিক দুর্দশাও।

প্রবাসী বাংলাদেশিদের একজন বলেন, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। প্রতিদিন অনেকে আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন।

সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে- দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম চললেও, তা প্রবাসীদের নাগালের বাইরে। ফলে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আক্রান্ত হবার আশঙ্কাও বেশি। এছাড়া ব্রাজিলিয়ানদের বেপরোয়া জীবন যাপনও প্রভাব ফেলছে প্রবাসীদের মধ্যে।

লাতিন আমেরিকার এই দেশটিতে এক কোটি ৩০ লাখের মতো মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩২ হাজারের বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি