মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় একটি ঔষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৬ শ্রমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর রাণীরবাজার এলাকায় বিসিক শিল্প নগরীর বেঙ্গল ফার্মাসিউটিক্যালস নামের একটি ঔষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ৬ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

আহত শ্রমিকরা জানান, হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে ভবন কেপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভন্ন অংশ।

এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা (৪০), আল আমিন (২৫), ফাহমিদা (২০) ও ফাতেমাকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত জুলেখা, শামীমা ও আল আমিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হয়।

কুমেকের বার্ন ইউনিটের প্রধান ডা. মীর্জা তাইয়েবুল ইসলাম জানান, বিস্ফোরণ হলেও কারও শরীর পুড়ে যায়নি, ফ্র্যাকচার হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণটি বড় ধরনের ছিল। সেখানে আগুন ধরে গেলে অনেক হতাহত হত।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি