মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » পুলিশের হাতে ধরা পড়লেন কাবিলা ,মুক্তির দাবি দর্শকদের, যা বললেন নির্মাতা


পুলিশের হাতে ধরা পড়লেন কাবিলা ,মুক্তির দাবি দর্শকদের, যা বললেন নির্মাতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২১

বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’

এদিকে কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা। ‘বাংলা নাটক’ এবং ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলার মুক্তির দাবি করেছেন নেটাগরিকরা।

নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘শেষ পর্ব প্রচারের পর দর্শকের ফোনের কারণে টিকতে পারছি না। এটাও ভালোবাসা। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি সিজনে দর্শককে ধরে রাখা। সে জায়গাটি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’

এর আগে নাটকটি থেকে বিদায় নেন আরেক জনপ্রিয় চরিত্র হাবু ভাই। তার কাতার যাওয়াকে কেন্দ্র করে নাটকটির গল্প ভিন্ন দিকে মোড় নেয়। হাবু ভাইকে ফিরিয়ে আনতে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি জানিয়েছিলেন নেটাগরিকরা। কেউ লিখেছেন- ফিরে আসুন হাবু ভাই। আবার কেউ লিখেছেন- খুব মিস করবো আপনাকে। আরেকজন দাবি করেছেন- নাটকটির সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে। এভাবে একের পর এক সবাই চলে গেলে কীভাবে মেনে নেবো? কিংবা কেউ লিখেছেন- নতুন কাউকে চাই না, উনাদের ফিরিয়ে আনার অনুরোধ রইলো।

প্রসঙ্গত, মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি