বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরায়েলে ইহুদি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ৩৮


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০২১


আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের উত্তর-পূর্ব এলাকায় একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস মাগের ডেভিড আদম (এমডিএ) মৃত্যুর কথা নিশ্চিত করলেও সঠিক সংখ্যা জানায়নি। দেশটির সংবাদমাধ্যম হারেৎজ অন্তত ৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে। জরুরি সেবার লোকেরা আহতদের সরানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে মারাত্মক বিপর্যয় আখ্যা দিয়েছেন। হতাহতদের জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে দেশটির সবচেয়ে বড় আয়োজন হিসেবে মেরন পর্বতের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে লাগ বি’ওমর উৎসব। ভাইরাস ছড়ানোর আশঙ্কা সত্ত্বেও হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেয় বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পদদলনের পর ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স এবং ফয়েল পেপারে মুড়িয়ে বহু মরদেহ মাটিতে রাখতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে সবাইকে সরে যেতে বলেছে পুলিশ। জরুরি সেবার কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে ৩৮ জনের অবস্থা মারাত্মক আর সরিয়ে নেওয়ার সময় আরও ছয় জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে। এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘এমডিএ বহু আহতকে সরানোর চেষ্টা করছে আর সর্বশেষ আক্রান্তকে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো।’

প্রাথমিকভাবে কয়েকটি খবরে বলা হয় ঘটনাস্থলের একটি অবকাঠামো ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে। পরে এমডিএ কর্মকর্তারা জানান এটা পদদলনের ঘটনা। পুলিশ সূত্রের বরাত দিয়ে হারেৎজ-এর খবরে বলা হয়েছে কয়েকজন পা পিছলে পড়ে অন্যদের ওপর পড়ে গেলে বহু মানুষ মাটিতে পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কয়েক মুহূর্তের মধ্যে এটা ঘটে যায়; মানুষ পড়তে শুরু করলো, একে অপরকে ধরার চেষ্টা করলো। এটা একটা বিপর্যয়।’

লাগ বি’ওমর উৎসবে প্রতিবছর হাজার হাজার অর্থোডক্স ইহুদি মেরন পর্বতে তীর্থযাত্রায় যায়। বাৎসরিক এই ছুটির দিনে রাভভর প্রার্থনা, বনফায়ার এবং নাচের মাধ্যমে উৎসব পালন করা হয়। ইহুদি ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান মেরন পর্বত।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে সেখানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়। শুক্রবারও আরও মানুষ হাজির হওয়ার কথা ছিলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি