শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাটির নিচে আবাস গেঁড়েও লুকিয়েছিল ধর্ষক,৩৩ বছর পর গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে ৩৩ বছরের পুরানো একটি ধর্ষণ মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর ৩০ এপ্রিল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

তারা আরো জানান, গোলাম মোহাম্মদ ওরফে গুল্লা নামের ওই ব্যক্তি গত ৩৩ বছর ধরেই পালিয়ে বেড়াচ্ছিল। ধর্ষণ ও অপহরণের মামলা মাথায় নিয়ে মাটির নিচেও আবাস গেঁড়ে লুকিয়েছিল সে।

দীর্ঘ এতো বছর পর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগর থেকে তাকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৮ সালের ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তার অবস্থান বদল করে। গ্রেফতার এড়াতে নিজের পরিচয়ও বদলে ফেলার চেষ্টা করে সে।

১৯৮৯ সালের ২২ জুন উধমপুরের প্রধান জেলা ও দায়রা জজ আদালত গুল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ মামলার অন্য আসামিদের পুলিশ আগেই গ্রেফতার করে। তারা আদালত থেকে জামিনও পেয়েছে। তবে ঠিকানা পরিবর্তন ও পরিচয় লুকিয়ে এতো বছর পর্যন্ত পালিয়েছিল গুল্লা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি