বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জুওলজিকাল পার্কে ৮ সিংহের করোনা শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২১


আন্তর্জাতিক ডেস্কঃ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মঙ্গলবার (০৪ মে) ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন। এদিকে ভারতে করোনাভাইরাস এবার থাবা বসাল সিংহের শরীরেও।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, হায়দ্রাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে। এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারত সরকারের।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বেশকিছু দিন ধরেই করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল ৮টি সিংহের শরীরে। সেইমতো পার্ক কর্তৃপক্ষ সিংহগুলোর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পড়ে। যা ভারতের মধ্যে এই প্রথম বলে মনে করা হচ্ছে।

ওই পার্কের পশু চিকিৎসক ড. কুক্রেটি জানান, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টে করোনার জীবাণু মিলেছে তাদের শরীরে। এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে তারা ভালো রয়েছে। তাদের পর্যবেক্ষণের জন্য আলাদা ঘরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, পার্কে আগত মানুষজনের থেকে অথবা পার্কে পশুদের দেখভালের দায়িত্বে থাকা কোনও কর্মীর শরীর থেকে ওই সংক্রমণ সিংহের দেহে ছড়িয়ে থাকতে পারে। এর আগে গত বছর নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার মোট ৮টি বাঘিনী ও সিংহের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি