বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


একই ম্যাচে তিন বোলারের ফাইফারের ইতিহাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০২১


স্পোর্টস ডেস্কঃ

সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান। ম্যাচটিতে স্বাগতিকরা এক ইনিংস ও ১৪৭ রানে হেরেছে।

এ ম্যাচ জেতানো ফাইফারের মাধ্যমে ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে তিনজন বোলারের ফাইফারের নজির গড়ল তারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান আলী। দ্বিতীয় ইনিংসে শাহীন শাহ আফ্রিদি ছাড়াও ফাইফার পেয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে তারা গুঁড়িয়ে যায় ১৩২ রানে। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শাহীন শাহ আফ্রিদি ও নোমান আলীর বোলিং তোপে ২৩১ রানে অলআউট স্বাগতিকরা।

সোমবার চতুর্থ দিনে ৯ উইকেটে ২২০ রান নিয়ে মাঠে নামে ব্র্যান্ডন টেইলরের দল। ৫ ওভার খেলে ১১ রান যোগ করে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। শাহীন আফ্রিদি ও নোমান আলী ৫টি করে উইকেট নিয়েছেন।

এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করে।

এ জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাবর আজমের দল। অপরাজিত ২১৫ রানের ইনিংস খেলা আবিদ আলী ম্যাচ সেরা হয়েছেন। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেসার হাসান আলী।

এদিকে, প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ছয়বার একই ম্যাচে কোনো দলের তিন বোলার ফাইফার নিতে পেরেছেন। সবশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা দেখেছিল টেস্ট ক্রিকেট। প্রায় ২৮ বছর পর এ তালিকায় নাম তুললো পাকিস্তান ক্রিকেট দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি