বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরো কাছে আতলেতিকো মাদ্রিদ


রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরো কাছে আতলেতিকো মাদ্রিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২১

স্পোর্টস ডেস্ক:

শীর্ষে বসার সুযোগ ছিল বার্সেলোনার। লেভান্তের বিপক্ষে ২ গোলের লিড পেয়েও পয়েন্ট হারানোয় সেটি হয়নি। আতলেতিকো মাদ্রিদ সেই ভুলটা করেননি। ২ গোলের লিড কাজে লাগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলের জয়ে শিরোপার পথে বড় ধাপ ফেলেছে ডিয়েগো সিমিওনির দল।

আক্ষেপ আর হতাশায় ছেয়ে আছে বার্সেলোনা ভক্তদের মন। তা হওয়ারই কথা। লিগ শিরোপা ভাগ্য শেষ পর্যন্ত যাই হোক, অন্তত প্রতিদ্বন্দ্বীদের তো চাপে রাখা যেত। মঙ্গলবার রাতে লেভান্তের মাঠে প্রথমার্ধের ২ গোলের লিড তো তারা ধরে রাখতে পারেইনি, পরবর্তীতে আরেক দফা এগিয়ে থাকার সুবিধাটাও কাজে লাগাতে পারেনি। ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

বুধবার রাতে সোসিয়েদাদের বিপক্ষে প্রথমার্ধে আতলেতিকোর অবস্থাও ছিল একই। ইয়ানিক কারাসকো ও আনহেল কোরেয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। ২ গোলের লিড তারা ধরে রাখতে পেরেছিল ৮৩ মিনিট পর্যন্ত। ইগোর জুবেলদিয়ার লক্ষ্যভেদে খেলায় ফেরার ইঙ্গিত দিয়ে মাদ্রিদের ক্লাবটিকে চাপে রেখেছিল সোসিয়েদাদ। চরম উৎকণ্ঠায় কাটা শেষে কয়েক মিনিট ১ গোলের ব্যবধান ধরে রেখে মহামূল্যবান ৩ পয়েন্ট পেয়েছে আতলেতিকো।

একই সঙ্গে শিরোপার পথে বড় এক ধাপ ফেলেছে সিমিওনির দল। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তবে আজ (বৃহস্পতিবার) রাতেই আবার তিনে নেমে যেতে পারে কাতালানরা। কারণ এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ নামবে গ্রানাদার বিপক্ষে। ৭৫ পয়েন্ট নিয়ে আপাতত তিনে থাকা রিয়াল ম্যাচটি জিতলে তখন আতলেতিকো থেকে পিছিয়ে থাকবে ২ পয়েন্টে, আর বার্সেলোনার চেয়ে এগিয়ে যাবে ২ পয়েন্টে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি