শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে মামলা


স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণালঙ্কার ছিনতাই ও মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। সোমবার (২৪ মে) বিকেলে সাড়ে ৩টায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে বুধবার (২৬ মে) স্বেচ্ছাসেবক লীগ নেতার মারধরের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।

এ ঘটনায় একইদিন রাতে ভুক্তভোগী নারী পারভীন আক্তার সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মো. জসীম উদ্দিন ভূইয়া, তার ভাই ও বাবাসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার অভিযোগে পারভীন আক্তার বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসা শেষে তার আটমাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে কসবা কাঞ্চনমুড়ি যাওয়ার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে অটোরিকশায় উঠেন।

কিন্ত এসময় এক যুবক যাত্রীবেশে জরুরি কারণে কসবা যেতে হবে বলে তাদের অনুরোধ করে অটোরিকশার সামনের আসনে চেপে বসেন। একপর্যায়ে অটোরিকশাটি সদর উপজেলার রাধিকা এলাকায় পৌঁছালে ওই যুবক অস্ত্রের মুখে জিম্মি করে পারভীন আক্তারের গলা থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে দৌড় দেন। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী চোরকে ধরেন।

এসময় রাধিকা বাজারের ব্যবসায়ী ও হাবলা উচ্চ গ্রামের বাসিন্দা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মো. জসীম উদ্দিন ভূইয়া, তার ভাই সুজন ভূইয়া ও বাবা বাবুল ভূইয়া তাদের লোকজন নিয়ে এগিয়ে এসে ছিনতাইকারীর পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে পারভীন ও তার মেয়েকে মারধর করে তাদের কাছে থাকা অবশিষ্ট ছয় ভরি স্বর্ণালঙ্কার ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।

পরে ৯৯৯-এ ফোন দেয়ার পর পুলিশ এসে তাদের উদ্ধার করেন।

অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মো. জসীম ভূইয়া বলেন, দোকানের সামনে হঠাৎ দেখতে পাই এক যুবককে গণধোলাই দিয়ে এক যুবককে মেরে ফেলা হচ্ছে। এসময় দোকানে থাকা আমার ভাই ও পিতাসহ কয়েকজন এগিয়ে এসে ওই যুবককে রক্ষা করি। আমি তাকে চিনতাম না। তবে তাকে রক্ষা করতে গিয়ে ওই নারীর সঙ্গে ধাক্কা-ধাক্কি হয়েছে। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিপু বলেন, বিষয়টি জেলার শীর্ষ নেতৃবৃন্দকে জানানো হয়েছে। জেলার নির্দেশনা পেলে দলীয়ভাবে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, তাকে দল থেকে সাময়িক বহিষ্কারের জন্য সদর উপজেলা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি