মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু


কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের সদরের কর্শাকড়িয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের মো. হারুন মিয়া (৩৫), তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু (১৪) ও বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ (১০)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জালিয়া গ্রামের জনৈক ফারুকের বাড়ি থেকে তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিল। একপর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন আবু সাঈদ। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও বাবলুও বিদ্যুতায়িত হন।

পরে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন সদস্যের অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি