মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


থেমে নেই ইসরায়েলি নৃশংসতা, সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো ছয় ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

শুক্রবার প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়।

জানা গেছে, বেইতা এলাকার মাউন্ট সাবিহ গ্রামে ইসরায়েলি দখলদাররা চৌকি বসানোর পর এ বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলিদের চৌকির কারণে সেখানে বংশ পরম্পরায় বসবাসরত ১৭টি ফিলিস্তিনি পরিবারের শতাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

এদিকে, কুফর কোয়াদ্দৌম গ্রামে সংঘটিত আরেক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের নিক্ষিপ্ত টিয়ারশেলে অসুস্থ হয়ে পড়েছে আট মাস বয়সী এক শিশু। তাদের পরিবারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় পায়ে রাবার আবৃত স্টিল বুলেট লেগে জখম হয়েছে ১০ বছর বয়সী আরেক শিশু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি