শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এরদোগানের সঙ্গে প্রথম বৈঠক খুবই ভালো হয়েছে : বাইডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের টানাপোড়েন দূর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হয়ে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

সোমবার ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠক প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে সম্পর্কে সমাধান করা যায় না, এমন কোনো সমস্যা নেই। সহযোগিতার পরিধি সমস্যার চেয়ে বেশি বিস্তৃত। খবর আনাদোলুর।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-তুরস্ক নিয়মিত এবং কার্যকর সংলাপের জন্য সরাসরি চ্যানেল ব্যবহারে সম্মত হয়েছে।

বৈঠকে দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা এবং নানা ক্ষেত্রে সম্ভাবনার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুও আলোচিত হয় বৈঠকে।

এরদোগান বলেন, বাইডেনকে তুরস্ক সফরের দাওয়াত দিয়েছি। তিনি খুব সম্ভবত দ্রুতই তুরস্ক সফর করবেন।

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ এবং মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে তুরস্ক তার দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছে বৈঠকে।

তিনি বলেন, আমরা এস-৪০০ নিয়ে বৈঠকে আমাদের আগের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। তা ছাড়া পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে ধরেছি।

এদিকে বাইডেন আলাদা এক প্রেস কনফারেন্সে বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ‘খুবই ভালো বৈঠক হয়েছে’।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি