শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসির চমৎকার ফ্রি কিক যথেষ্ট হলো না আর্জেন্টিনার


মেসির চমৎকার ফ্রি কিক যথেষ্ট হলো না আর্জেন্টিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২১

স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে চিলি। লিওনেল মেসির দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর সুযোগ নষ্টের মহড়া মেতে উঠে তারা। প্রথমার্ধে পিছিয়ে থাকা চিলিকে সমতায় ফেরান ইউদার্দো ভার্গাস। শেষের ১৫ মিনিটে লড়াই করেও জিততে পারেনি মেসিরা।

আজ মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বি গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আর্জেন্টিনাকে প্রথমার্ধে এগিয়ে নেন মেসি, দ্বিতীয়ার্ধে এসে পিছিয়ে থাকা চিলিকে সমতায় ফেরান ভার্গাস।

ম্যাচের শুরু থেকে বল দখলে আর্জেন্টিনার সঙ্গে আধিপত্য দেখিয়েছে চিলি। তবে সেই তুলনায় আক্রমণ করতে পারেনি তারা। প্রথমার্ধে চিলির গোলমুখে তিনটে শট নেয় আলবেসেলাস্তরা। সেই তুলনায় কোনো শটই নিতে পারেনি চিলি।

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলতে থাকা লিওনেল মেসির দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৩তম মিনিট প্রতিপক্ষের মিডফিল্ডার এরিক পালগার দ্বারা ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন লোসেলতো। সেখান থেকে টপ কর্নার দিয়ে বাঁকানো শটে বল জায়ান মেসি। ১১ ম্যাচ পর প্রথম পেনাল্টি ছাড়া গোল পেলেন এই তারকা ফরোয়ার্ড।

গোল করে আক্রমণ বাড়াতে থাকেন মেসি-মার্তিনেসরা। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়র্ধের সপ্তাম মিনিটে বল নিয়ে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর ডিফেন্ডার তেগলেফিকোর ফাউলের শিকার হন ভিদাল।

৫৮তম মিনিটে স্পট কিক নেন ভিদাল, তবে তার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস। তবে বিপদ মুক্ত করতে পারেননি তিনি, বল পেয়ে দারুণ হেডে জালে জড়ান চিলির ফরোয়ার্ড ইউদার্দো ভার্গাস।

সমতায় ফিরে আর্জেন্টিনার রক্ষণে চাপ বাড়ায় চিলি। পাল্টা আক্রমণের চেষ্টা করে আলবেসেলাস্তরা। ৭৬তম মিনিটে কার্ড দেখা তিনজনকে পরিবর্তন করে নেন চিলির কোচ।

শেষের ইনজুরি সময়ের সাত মিনিটে গড়ায় নয় মিনিটে, এতে গোল পেতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চিলির রক্ষণ কাঁপিয়ে তোলেন মেসি-ডিমারিয়ারা। তবে তাতে ম্যাচের ফল পরিবর্তন হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি