শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কবিতা- “স্বর্গ দেবো নাম “- “আরিফ আজগর”


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০২১

   

                            “স্বর্গ দেবো নাম “

                                                     –আরিফ আজগর

তোমার চোখের কালো পাঁপড়িটির মতো-
এমন বিশুদ্ধ নিশি আর নেই;
প্রবল ঢেউয়ের শেষে,
জলের মত শান্ত হতে গিয়ে আমি জেনেছি এই,
ভূখণ্ডের তিলভাগ সহায় সম্পত্তিহীন-
জীবেদের লাইনে দাঁড়িয়ে জেনেছি এই,
সেই চোখে চোখ রাখার মতো-
অতো প্রশ্বস্ততা কোন ভূমিতে নেই!
অতোটা মসৃণতা! অতোটা সৌরভ!!
দোয়েলার প্রভাতের শিসে নেই।
নীরব নদীর বক্ষপিঞ্জরে স্থাবর নৌকোটির দাঁড় হতে গিয়ে আমি জেনেছি এই,
পৃথিবীর বায়ুমণ্ডলে তোমার মতো, অতো প্রবল উত্তপ্ততা নেই;
অতোটা বজ্রপাত, অতো আলোকবর্ষ,
আকাশের পরিবেষ্টিত কোনো নক্ষত্রে নেই!
চুলের মাদকী টানের কাছে-
ভিন্ন কোনো মাধ্যাকর্ষণ নেই,
মৃত্তিকায় নেই, পাহাড়ে নেই;
আগ্নেয়গিরির করাল অগ্নুৎপাতে নেই আগ্নেয় সাক্ষী!
বৈজ্ঞানিক ক্রিয়া প্রতিক্রিয়ার চিহ্নটুকুও নেই সেইসব মাদকতার হিতে!
যদি আরো কিছুক্ষণ চেয়ে থাকো সেই চোখদুটো দিয়ে,
যদি আরো কিছুটা উল্লাস ছিটাও- চুলের করুণ দগ্ধতা দিয়ে,
তবে পৃথিবী সৃষ্টির সংঘর্ষের মতো আরো একটি সংঘর্ষে তৈরি হবে যেই গ্রহটি-
ভেবেছি স্বর্গ দেবো নাম তার – স্বর্গ দেবো নাম তার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি