বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় মহেব আলী নামের এক মাদক মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এই মামলার অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম আজ সোমবার দুপুরে এ রায় দেন।

কারাদণ্ডাদেশ পাওয়া আসামি মহেব আলী বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের বাসিন্দা। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন দ্বীন ইসলাম, ফারুক, শরীফ মিয়া, মানিক মিয়া, বুরহান মিয়া, যোবায়ের মিয়া, সাচ্চু ও মানিক মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে ৯‌৭৫ বোতল ফেনসিডিলসহ মহেব আলীকে আটক করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ নয়জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উম্মে শবনম মস্তুরী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি