মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইজ্জত নিয়ে বিদায় নেন’-প্রধানমন্ত্রীকে কাদের মির্জা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার চেহারায় প্রকাশিত হয় বীরত্ব, সততা, একনিষ্ঠতা ও মানুষের প্রতি মমত্ত্ববোধ। আর এরা দুর্নীতি করবে, নারী কেলেঙ্কারি করবে, অনিয়ম করবে। এই ক্ষমতার আপনার দরকার নেই। ফেয়ার নির্বাচন দেন, হেরে গেলেও কিছু না, এই কুকুরদের আর খাওয়াবেন না। আপনি ইজ্জত নিয়ে বিদায় নেন, খালেদা জিয়ার মতো আপনি বিদায় নিয়েন না। আপনি আজীবন মানুষের মনের মনি কোটায় বেঁচে থাকবেন। ভোটটা ফেয়ার দেন।

সোমবার (২৮ জুন) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ক্যাডেট মাদ্রাসাগুলো ছাড়া বাকিগুলো রাজাকার ও হেফাজত সৃষ্টির কারখানা। এগুলা ছাড়া সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি জাতীয়করণ করেন। আর একটা কাজ করেন বয়স্কদের জন্য আপনি পেনশন স্কিম চালু করেন। আপনি আজীবন মানুষের স্মৃতিতে থাকবেন। এই চোরদের আর লালন করবেন না। বেশ্যাবৃত্তি রাজনীতির নামে, রাজনীতির নামে নারী কেলেংকালী করে; এরা কি মানুষের কাতারে আছে। বিচার পাই না- আমাকে নয়বার হত্যার চেষ্টা করা হয়েছে। নেত্রী আপনি ছায়া দিচ্ছেন বলে বেঁচে আছি। ঘরের শক্র বিভীষণ। যেখানে যাই আমাকে বলে আপনি সাবধানে থাকবেন, আপনাকে মেরে ফেলবে।

কাদের মির্জা বলেন, বিরোধীদলবিহীন বাংলাদেশে আজকে যে তাণ্ডব আ’লীগের কিছু সংখ্যক নেতাকর্মী করছে; এতে আজকে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদের লাগাম টেনে ধরুন। আমি আশা করি, আপনি যদি আমাকে ‘নো’ বলেন, আমি সেটা মাথা পেতে নিতে বাধ্য। আপনি নো বলার পরে এখানে একটা পটকাও ফুটবে না। আপনার নো বলতে হবে। আপনি ওবায়দুল কাদেরের মতো অপরাজনীতির নেতার দিকে তাকিয়ে থাকলে চলবে না।

তিনি আরও বলেন, নেত্রী আজকে আপনি মায়া ভাইয়ের মতো লোককে বসিয়ে দিয়েছেন। আর তার ভাগিনা রা এভাবে অত্যাচর করবে, তার স্ত্রী এভাবে অত্যাচার করবে। আপনি তাকে সহযোগিতা করবেন। এটা েিঠানা। আপনিতো অনেক আপন লোককে সরিয়ে দিয়েছেন। মন্ত্রিত্ব দেন নাই। আমি অন্য কিছু বলতে চাইনা। আপনার ইচ্ছা। আপনি যেটা ভালো মনে করেন, কাকে কি রাখবেন। ছোট মুখে বড় কথা বলা ঠিক না। আপনি আমার এলাকাটা শান্ত করে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি