মঙ্গলবার,১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


যে কারণে সুলতান সুলেমানের সেই খাল নতুন করে কাটতে চাইছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৬.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের সুলতান সুলেমানের সময়ে করা ‘ইস্তানবুল খাল’ নতুন করে কাটতে চলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরই মধ্যে তিনি খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন। তার লক্ষ্য হলো— নতুন করে খালটি কেটে কৃষ্ণ সাগর এবং মারমার ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ তৈরি করা।

জানিয়েছে, সুয়েজ বা পানামা খালের আদলে কৃত্রিমভাবে খনন করা হবে এই ‘কানাল ইস্তানবুল’। এর লক্ষ্য হচ্ছে— বসফরাস প্রণালির বিকল্প তৈরি করে ওই ২ সাগরের মধ্যে আরও বেশিসংখ্যক জাহাজ চলাচলের পথ সুগম করা।

তবে তুরস্কের অনেক রাজনীতিবিদ, বিজ্ঞানী ও পরিবেশবাদী এই খাল খনন প্রকল্পকে এরদোগান সরকারের সমালোচনা করেছেন। শুধু তাই নয়, এটিকে পাগলামি বলেও বর্ণনা করছেন তারা।

তাদের মতে, নতুন করে খাল খনন করা হলে ইস্তানবুল শহরের বিপদ বাড়বে। এ ছাড়া ওই অঞ্চলের পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।

কিন্তু এরদোগানের যুক্তি হচ্ছে— এই খাল তার দেশের উন্নয়নে ১ নতুন অধ্যায়ের সূচনা করবে।

শনিবার এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বসফরাস প্রণালি দিয়ে ১৯৩০-এর দশকে প্রতি বছর ৩ হাজার জাহাজ পারাপার হতো। আর এখন প্রতি বছর ৪৫ হাজার জাহাজ এই প্রণালি অতিক্রম করে।

২০৫০ সালের দিকে এই সংখ্যা ৭৮ হাজারে দাঁড়াবে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি